মোঃরুবেল মিয়া, উপজেলা প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল: টাঙ্গাইল মির্জাপুরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে কম্বল বিতরণ উপজেলা নির্বাহী অফিসার। বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে সরকারি তহবিল থেকে ৬৬ তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।প্রচণ্ড শীতে কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।
এ সময় উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম তৃতীয় লিঙ্গের মানুষের কাজের ব্যবস্থার আশ্বাস দেন। বলেন, নানা সময়ে আমি তাদের সাহায্য করি। পাশাপাশি ছিন্নমূল অসহায় মানুষের পাশে দাড়াতে সমাজের বিত্তবানদেরও আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৭মির্জাপুর এর সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপি-র শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার
উপজেলা প্রশাসনিক কর্মকতা মো,জুবদিল খান সহ পিন্ট ও মিডিয়া সাংবাদিক উপস্থিত ছিলেন।