আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় লিপি রানী (২৪) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি ২০২৫ সকালে উপজেলার হাজীর বাজার-নয়নপুর সড়কের স্লুইস গেটের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত লিপি রানী উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর গ্রামের মৃত আনন্দ খলিফার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত লিপি রানীকে কোথাও খুঁজে পাওয়া পায়নি। পরে বৃহস্পতিবার সকালে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর গ্রামে হাজীর বাজার-নয়নপুর সড়কের স্লুইস গেটের নিচে ওই প্রতিবন্ধী নারীর লাশ দেখতে পায় তার ভাই। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের ভাই হৃদয় জানান, লিপি রানী ৭-৮ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার বিকাল থেকে তাকে কোথাও দেখতে পাওয়া যায়নি। সারা রাত খোঁজাখুঁজি করেও কোথায় পাওয়া যায়নি। পরে সকালে আবার খুঁজতে এসে স্লুইস গেটের নিচে লাশ দেখতে পান।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত)মোঃ হুমায়ুন আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।