এম জালাল উদ্দীন,পাইকগাছা(খুলনা)প্রতিনিধি : খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল সহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী সাধারণ সম্পাদক রাজিব আহসানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন পূর্বক নবগঠিত জেলা কমিটির আহ্বায়ক আতাউর রহমান (রুনু) ও সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী কে অভিনন্দন জানিয়ে পাইকগাছায় পথসভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকেলে পাইকগাছা উপজেলা সেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত শুভেচ্ছা মিছিলটি উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে শুরু করে পৌরসদরস্থ কপোতাক্ষ মার্কেটের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক এর সভাপতিত্বে পথ সভায় বক্তৃতা করেন, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যঞ্জেশ্বর সানা কার্ত্তিক।
১ম যুগ্ম-আহ্বায়ক ইউনুছ মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পৌর সদস্য সচিব মোঃ সোহেল গাজী, শামীম জোয়াদ্দার, রাজীব নেওয়াজ, সাদ্দাম হোসেন, মজিদ সরদার, হাবিবুর রহমান মিস্ত্রী, মিনারুল গাজী, সফিয়ার রহমান, বাবলু, লাভলু, মামুন, মেহেদী সহ উপজেলার ১০টি ইউনিয়নের সেচ্ছাসেবক দলের আহবায়ক-সদস্য সচিব, যুগ্ম আহবায়ক সহ পৌর ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।