সোমনাথ সেন শুভ , পটিয়া প্রতিনিধি: নবগঠিত দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পটিয়া উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশনস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে সমাবেশে পরিণত হয়। মিছিলে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও নবগঠিত কমিটির নেতৃবৃন্দের ছবি সংবলিত পোস্টার বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য রাখেন বদরুল খায়ের চৌধুরী, আবদুল জলিল চৌধুরী, আবদুল মোনাফ, জসিম উদ্দিন মাস্টার, শফিকুল ইসলাম, জাহেদুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করেন এবং দলীয় কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।