মো: মফিদুল ইসলাম সরকার (রংপুর): রংপুরের পীরগাছা উপজেলায় শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফেরত আসার পথে । ট্রেকট্রকের আঘাতে ভ্যান উল্টেগিয়ে একজন শিক্ষক সহ ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সাথে বাকি সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রোমানা খাতুন সহকারী শিক্ষক কৈকুড়ী ছড়ার পাড় দীপান্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনি বলেন, গতকাল আমাদের ক্রিয়া প্রতিযোগিতা ছিল। সেখানে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেছিলেন। এসময় ট্রাক্টর আমাদের ভ্যানগাড়িকে ধাক্ক্ াদিয়েছিল। এর ফলে আমাদের অটোর সামনের অংশে আঘাত লাগে। সামনের অংশে আঘাত লাগার কারণে বাচ্চারা আঘাত পেয়েছেন। ভ্যানগাড়িতে আমি সহ দশ জন ছিলাম। এদের মধ্যে স্থানীয় পল্লীচিকিৎক মো: হাবিবুর রহমান ৬জন শিশুকে প্রাথমিক চিকিৎসা দেন এবং বাকি তিনজনকে ১। মোঃ কাওসার আলমের বুকের পাজরের হাড়ভেঙ্গে গেছে একই সাথে কোমরে আঘাত পেয়েছেন। ২। মোঃ আব্দুল্লাহ’র ডান পা ভেঙ্গে গেছে এবং ৩। মোঃ রিয়াদ মিয়া’র কমরের পাজরের ডাইন দিকের হাড় ফেঁটে গেছে। এই তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোমানা খাতুন বলেন,আমি দেখি দুইজন বাচ্চা একেবারেই উঠতে পারছিল না। এর পরে এলাকাবাসীর সহযোগিতায় আমি বাচ্চাদেরকে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাই ।
ভ্যান চালক মমিনুল ইসলাম বলেন, আমার এই ভ্যানটি আমার ছেলের । এই ভ্যানটি ক্ষতিগ্রস্থ্য হওয়ার কারণে আমার ছেলের ইনকামের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।
স্থানীয়রা বলছেন, লাইসেন্স না থাকার কারণে ট্রাক্টর ড্রাইভার দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার হয়েছে।
স্থানীয়রা বলছেন , তিনজন শিশুদের পারিবারিক অবস্থা ভালোনয়।সমাজের বিত্তবানদের এগিয়ে আসা দরকার।