সাহিত্যে

“দারোয়ান ” ~ আব্দুর রউফ

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৪৯:২১ প্রিন্ট সংস্করণ

সংগৃহীত,, প্রতিকী ছবি

৯/২/২০২৫
দারোয়ান “
আব্দুর রউফ ৷
বেলডাঙ্গা-মুর্শিদাবাদ

মালিকের সঙ্গে জরুরী দরকার,
দারোয়ানকে কি চেনো ?
কথা তো হবে মালিকের সঙ্গে !
দারোয়ান আবার কেন ?
মালিকের মনমেজাজ,হাবভাব,
‌ সেটাতো আগে জানো ৷

দারোয়ান যেমন তেমন নয়,
দারুণ ক্ষমতাধর ৷
নিজের পূঁজি খরচ করে
বাঁচান নেতার গড় ৷
দূর্গম পথ পেরোতে নেতা দেন
দারোয়ানের কাঁধে ভর !

প্রতিটি দেশেই পূঁজির স্বার্থ
রক্ষা করেন দল |
জনমতের চেয়ে বেশী কার্যকর
অর্থনৈতিক বল ৷
যাও জার্মান কিংবা আমেরিকা
দারোয়ানই আসল ৷

Author

আরও খবর

Sponsered content