সিনিয়র স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রাম নগরীর আসকারাবাদ এলাকায় আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি নাম দারি শরিফুজ্জামান ও তার দুই স্ত্রীর করা একাধিক হয়রানি মামলার শিকার হয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী রাশিদা আক্তার।
৯ ফেব্রুয়ারি রবিবার নগরীর আসকারাবাদস্থ মক্কা টাওয়ারে গ্লোবাল সঞ্চয়ন সমবায় সমিতি লিঃ কার্যালয়ে উপস্থিত ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করে জানান।
ম্যাক্স কর্মজীবী কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড রাশিদা আক্তারকে শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব প্রদান করেন। সমিতির স্বার্থে বিভিন্ন সদস্যদের আর্থিক সমস্যা সমাধানের একজন ব্যবস্থাপক হিসেবে আমাকেই সমাধান করতে হয়, এ রকম একটি বিষয় নিয়ে আমার অধিনস্থ একজন গ্রাহক মোঃ নাছির উদ্দিন, পিতা- খানু মিয়া, মাতা- মনোয়ারা বেগম এর একটি ঋণের জামিনদার হিসেবে উক্ত গ্রাহককে লিডা সমিতি থেকে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা ঋণ প্রদান করি। এই ঋণের জামানত হিসেবে নিহা ফুড নামের প্রতিষ্ঠানের কাগজপত্র ও ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক এর ১০ (দশ) খানা অলিখিত চেক সমিতির নিকট জমা রাখেন। গ্রাহক উক্ত ঋণের ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা সময়মত পরিশোধ করিতে না পারায় সমবায় থেকে নাছির উদ্দিনকে নোটিশ প্রদান করেন এবং ঋণ পরিশোধের জন্য বলা হয়। নাছির উদ্দিন উক্ত ঋণের টাকা পরিশোধ না করায় লিডা কর্তৃপক্ষ আমাকে আমার বেতনের টাকা কর্তন করে ও নগদ টাকা গ্রহনের মাধ্যমে উক্ত ঋণের ২৪% সুদ সহ সম্পূর্ণ টাকা আদায় করে নেয়। সমবায় টাকা প্রাপ্তির পর গ্রাহকের জামানতকৃত দোকানের কাগজপত্র ও ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক এর ১০ (দশ) খানা অলিখিত চেক ফেরত দেওয়ার কথা থাকলেও অদ্যাবধি আমাকে বা গ্রাহককে কোন কাগজপত্র
ও গৃহীত ব্যাংক চেক ফেরত দেওয়া হয় নাই। বার লিডা কর্তৃপক্ষকে বলা স্বত্বেও দিব দিচ্ছি বলে সময় অতিবাহিত করে যাচ্ছে। যে কারণে আমার পাবিারিক জীবনের অশান্তির সৃষ্টি হয়। যে কারণে লিডা গ্রুপের প্রেসিডেন্ট শরিফুজ্জামান ও তাহার স্ত্রী লিডা গ্রুপের সেক্রেটারী মরিয়ম বেগম আমার স্বামীকে আমাকে ও আমার গ্রাহক নাছির উদ্দিনকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে কথা বলেন। এতে করে আমার দাম্পত্য জীবনে একটি কন্যা নিয়ে অশান্তির ছায়া নেমে আসে, যার ফলে কিছুদিন পর ভুল বুঝাবুঝির কারণে আমার সংসারটি ভেঙ্গে যায়। যার কারণে আমি ম্যাক্স মাল্টিপারপাস এ চাকরি হতে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করি এবং গত ০৪/০৬/২০২২ ইং তারিখে চাকরি হতে অব্যাহতির জন্য দরখাস্ত প্রদান করি। কর্তৃপক্ষ আমার অব্যাহতি পত্র গ্রহন পূর্বক ১১/০৬/২০২২ ইং তারিখে অফিসিয়াল নোটিশের মাধ্যমে পরবর্তী ৩১/১২/২০২২ ইং তারিখ পর্যন্ত আমার দায়িত্বকৃত স্থানে যথাযথ ভাবে অন্য একজনকে বুঝিয়ে দিতে অনুরোধ করেন। বিগত ০৭/০৭/২০২২ ইং তারিখে প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব, দস্তাবেজ, আসবাবপত্র, ইলেক্ট্রিক ডিভাইজ বুঝিয়া পাইয়া আমার দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করেন। অব্যাহতি পাওয়ার ১ (এক) বছর অতিবাহিত হওয়ার পর গত ১৪/০৬/২০২৩ ইং তারিখে আমার বিরুদ্ধে কোন প্রকার ছাড়পত্র বিহীন চাকরী হতে অব্যাহতি নিয়েছি মর্মে ম্যাক্স কর্মজীবী কো-অপারেটিভ সোসাইটির বর্তমান ব্যবস্থাপক বাদী হয়ে ডবলমুরিং থানায় জিডি করেন যাহার জিডি নং-৮৪৪। পরবর্তীতে একই ব্যক্তি চট্টগ্রাম চীঠ মেট্রোপলিটন আদালতে, আমার এবং আমার গ্রাহক নাছির উদ্দিনের বিরুদ্ধে গত ২০/০৬/২০২৩ ইং তারিখে প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎকারী হিসেবে মিথ্যা অভিযোগ দায়ের করেন যাহার সি.আর মামলা নং-১০০৭/২০২৩ (ডবলমুরিং)। এরপরেও লিডা ডেভেলাপমেন্ট সোসাইটির সহকারী ব্যবস্থাপক ০১/১০/২০২৩ ইং তারিখে ডবলমুরিং থানায় আমাকে এবং আমার গ্রাহক নাছির উদ্দিনকে হেনস্তা করার জন্য আরো একটি মিথ্যা ঘটনা সাজিয়ে জিডি দায়ের করেন যার জিডি নং-২৩।
পরবর্তীতে ০৫/০১/২০২৫ ইং তারিখে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রাম সাবেক লিডা গ্রুপের মাঠকর্মী বর্তমানে ম্যাক্স কর্মজীবী কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন যার সি.আর মামলা নং-২২/২০২৫ (ডবলমুরিং)। পরবর্তীতে ২০/০১/২০২৫ ইং তারিখে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রাম সাবেক লিভা গ্রুপের মাঠকর্মী বর্তমানে ম্যাক্স কর্মজীবী কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর ব্যবস্থাপক গোলাম মোস্তফা বাদশা বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন যার সি.আর মামলা নং-৮৪/২০২৫ (ডবলমুরিং)। এভাবেই বিভিন্ন প্রকার মামলা মোকদ্দমা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করিয়ে যাচ্ছে মাস্টার মাইনড লিডা কো-অপারেটিভ, ম্যাক্স কো-অপারেটিভ, ইস্টান কো-অপারেটিভ, এ্যাপেক্স ল্যাবরেটরিজ লিঃ, ইসলামী হজ্ব কাফেলা, দুরন্ত প্রপার্টিজ লিঃ, লিডা মোটরস, মেসার্স ফোরস্টার কর্পোরেশন, মেরিটেক্স এ্যাপারেলস ও লিডা গ্রুপ এর চেয়ারম্যান শরিফুজ্জামান তার ১ম স্ত্রী মরিয়ম বেগম ও ২য় স্ত্রী তানজিনা আক্তার জুই। তারা আদিপত্বের বলে পূর্বের স্বৈরাচারী সরকারের দোষর মহানগর মৎস্যলীগ এর সিনিয়র সহ সভাপতি এর ক্ষমতার দাপট দেখিয়ে
চট্টগ্রামে কিভাবে বসবাস করি সে দেখে নিবে বলে হুমকি প্রদান করে।
বক্তব্যে তিনি আরো অভিযোগ করে বলেন মৎস্যজীবী লীগের সহ-সভাপতি শরিফুজ্জামান ও তার স্ত্রীর নেতৃত্বে বিভিন্ন মিথ্যা মামলা হামলা এবং প্রশাসন লেলিয়ে দিয়ে হয়রানি করে আসতেছে বাঁচার আকুতি জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন রাশিদা আক্তার সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন ভুক্তভোগী রাশিদা আক্তার,
রনি হোসেনের মা বকুল বেগম,ও
আইসা আক্তার মানিকের পরিবারের সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।