সম্পাদকীয় নিউজ: ফ্যাসিবাদী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের ম্যূরাল ভাঙ্গাকে কেন্দ্র করে দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটার আশংকায় সারাদেশে “অপারেশন ডেবিল হান্ট ” নামে শুরু হয়েছে যৌথবাহিনীর অভিযান।
শনিবার ৮ ফেব্রুয়ারী রাতে গাজীপুর জেলা থেকে এ অভিযান শুরু হয়।ঐ দিনই গাজীপুর সদর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গাজীপুরে এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সেখানার বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী। বর্তমানে এলাকায় য়ানবাহন চলাচল কিছুটা কমে গিয়েছে এবং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।