সিনিয়র ষ্টাফ রিপোর্টার -মোঃ আসিফুজ্জামান আসিফঃ আদালতের নির্দেশ অমান্য করে সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের সম্পত্তি দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে ফয়জুল কবীর ও তার সহযোগী ওসমান গণি নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। সর্বশেষ ২২ শে জানুয়ারী ২০২৫ ইং তারিখে অবৈধ দখলের চেষ্টা চালায়।এঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাভার আশুলিয়ার শ্রীপুর এলাকায় তাহফিযুল কুরআনিল কারিম ফাযিল (স্নাতক) মাদ্রাসায় এঘটনা ঘটে।
দারুল ইহসান ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি অধ্যাপক হেলাল আহমেদ বলেন,প্রায় ৩৫ বছর আগে সাভার আশুলিয়ার শ্রীপুর এলাকায় দারুল ইহসান ট্রাস্টের ৩৫ বিঘা জমিতে ১৯৯৩ সালে বাংলাদেশে সর্বপ্রথম বেসরকারি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় ও পরবর্তী পর্যায়ে তাহফিজুল কোরআনিল কারিম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। যা এখন তাহফিজুল কোরআনিল কারিম ফাযিল (স্নাতক) পর্যন্ত এখন মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা প্রায় আট শতাধিক অধ্যায়ণরত । ১৯৮৬ সালে অধ্যাপক ডঃ সৈয়দ আলী আশরাফ দারুল ইহসান ইউনিভার্সিটির এর ভাইস চ্যান্সেলর হিসাবে দায়িত্ব গ্ৰহণ করেন, উনার মৃত্যুর পর তদিয়-ভ্রাতা সৈয়দ আলী আহসান ভাইস চ্যান্সেলর এর দায়িত্ব গ্ৰহণ করেন, পরবর্তীতে সৈয়দ আলী নকী ২০০৫/২০০৬ সালে দারুল ইহসান ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর এর দায়িত্ব পালন করেন, উক্ত সময়ে তার পক্ষের লোক ফয়জুল কবীর ও ওসমান গনি অবৈধভাবে মূল ট্রাস্টের (১৯৮৬) অগোচরে একই নামে নতুন একটি ট্রাষ্ট গঠন করে। পরে জানতে পেরে দারুল ইহসান ট্রাস্ট (১৯৮৬) আদালতে অবৈধ ট্রাস্টের বিরুদ্ধে মামলা করে উক্ত মামলা থেকে উদ্ভূত সিভিল আপিল (২০২৩)মামলায় মাননীয় চেম্বার জজ ফয়জুল কবীর গং এর অবৈধ ট্রাস্টের বিরুদ্ধে স্থগিতাদেশ (স্টে- অর্ডার) প্রদান করেন ।
তদসত্ত্বেও ফয়জুল কবীর ও ওসমান গনি বাহিনী সঙ্ঘবদ্ধ অবৈধ ভাবে দারুল ইহসান ট্রাস্ট এর সম্পদ দখল করতে গেলে মাদ্রাসা কর্তৃপক্ষসহ স্থানীয়রা বাধা দিলে তারা ফিরে যায়। এঘটনায় দারুল ইহসান ট্রাস্টের স্থানীয় কর্মকর্তারা / কর্মচারীদের মধ্যে ও তাহফিযুল কুরআনিল কারিম ফাযিল (স্নাতক) মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে গত ২২/০১/২০২৫ইং তারিখে দারুল ইহসান ট্রাস্ট এর সহঃ এষ্ট্রেট অফিসার লিখিতভাবে আশুলিয়া থানার অভিযোগ করেন।
এবিষয়ে আশুলিয়া থানার ওসি নুর আলম সিদ্দিকী অভিযোগ প্রাপ্তির স্বিকার করে বলেন,অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনুযায়ী ব্যবস্থা গ্ৰহণ করা হবে ।