মো: মফিদুল ইসলাম সরকার রংপুর: সোমাবার ড. ঘোষ বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের অফিস প্রাঙ্গণে গুণিজনদের নিয়ে আয়োজন করা হয়েছিল গুনিজন সমাবেশ।
সমাবেশে সভাপত্বিত করেন বিশ্বখ্যাত পানি পরিবেশ বিজ্ঞানী, লেখক এবং ক্যালিফোর্নিয়া আমেরিকার সমাজ সংস্কারক চার্লস টাউনস অধ্যাপক ড. রাস বিহারী ঘোষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্রণ পদক প্রাপ্ত কবি এলোরা সোমা।
উদ্বোধনী বক্তা রাখেন বাজিতপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ। বক্তব্য রাখেন অ্যাডভোকেট কবি শৈলেশ্বর দাস, কবি নূর উন নাহার মেরী,কবি শাহ্ মো: সফিনুর , অধ্যক্ষ রতন কুমার পাল, কবি আব্দুর গনি মিয়া, কবি মো: লিয়াকত আলী নান্টু, হাসিনা পরভীন ( হাসি) আফসার আশরাফী, মৌমিতা আক্তার, মো: কামরুজ্জামান , মো: আসাদুজ্জামান (আসাদ) প্রমুখ। এর আগে বাজিত পুর জেলা গঠন ও বাস্তবায়নের জন্য ২০তম সংবাদ সম্মেলন এবং বিশেষজ্ঞ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।