মোঃ আল আমিন-জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের সুরাইল বাজারের পূর্ব পাশে, মেন রাস্তার কোল ঘেঁষে বসবাস করেন এক বোবা নারী। তার থাকার মতো ঘর নেই, জরাজীর্ণ একটি কুটিরই তার শেষ সম্বল। শারীরিক প্রতিবন্ধকতার কারণে নিজের কষ্টের কথা কাউকে বলতেও পারেন না। একাধিকবার সরকারি সহায়তার জন্য আবেদন করলেও মেলেনি কোনো প্রতিকার ।
অসহায় জীবনের গল্পে অএ এলাকার স্থানীয়দের ভাষ্যমতে, এই নারী দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। তার আর্তনাদ শুনার/ বোঝার মতো কেউ নেই। বাবা/মা তার বিয়ের কিছু দিন পরেই মারা যায়।তার স্বামী থাকলেও সে কাজ করতে অপারগ। এই বোবা মহিলা মানুষের দ্বারে দ্বারে ঘুরে যে টুকু চাল পায়, তাই দিয়ে তার সংসার চলে। বৃষ্টি হলে তার ঘরের ভেতর পানি ঢুকে পড়ে, শীত-গ্রীষ্মে দুর্ভোগ পোহাতে হয়। নিজের বলতে কোন জায়গা/জমি নেই, অসহায় জীবন যাপন করছেন।কিন্তু তার আর্তনাদ শোনার মতো কেউ নেই। বহুবার সরকারি সহায়তার অনুরোধ করেও আশাহত।
এলাকার জনপ্রতিনিধিদের কাছে বহুবার গৃহনির্মাণ সহায়তার জন্য আবেদন করা হলেও কোনো প্রতিকার মেলেনি। আশেপাশের গ্রামবাসীরা জানিয়েছেন, সরকারি তালিকায় তার নাম থাকলেও এখনো কোনো ঘর পাননি তিনি।
প্রতিবেশীদের উদাসীনতা ,স্থানীয়রা এ বিষয়ে খুব একটা মাথা ঘামান না। কেউ কেউ সহানুভূতি দেখালেও বেশিরভাগই বিষয়টি নিয়ে নীরব। এবিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন ,স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে দেখা এবং দ্রুত তার জন্য একটি বাসস্থানের ব্যবস্থা করা। একজন প্রতিবন্ধী নারী এভাবে কষ্ট পাওয়াটা সমাজের জন্যই লজ্জার। আমি সাংবাদিক হিসেবে আশা করি বিষয়টি কর্তৃপক্ষের সুনজরে আসবে।