রাজনীতি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর শাখার নতুন কমিটির অনুমোদন, সভাপতি অর্ণব, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম।

  প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ২:৩৩:৫৬ প্রিন্ট সংস্করণ

মুক্তকথন ডেস্ক :ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৫, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের অনুমোদনে ঢাকা জেলা উত্তর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।

কমিটিতে সভাপতি হিসেবে অর্নব কুমার শীর্ষেন্দু (হিরা), সাধারণ সম্পাদক হিসেবে তহিদুল ইসলাম তহিদ  এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নাফিউর রাহমান শান্ত দায়িত্ব পেয়েছেন। এছাড়া গুরুত্বপূর্ণ পদগুলোতে কয়েকজন নেতৃস্থানীয় ছাত্রনেতাকে মনোনীত করা হয়েছে।

নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদাধিকারীরা:

সভাপতি: অর্নব কুমার শীর্ষেন্দু (হিরা), সাধারণ সম্পাদক: তহিদুল ইসলাম তহিদ, সিনিয়র সহ-সভাপতি: হাফেজ সাদ আল মোকাররম
যুগ্ম-সাধারণ সম্পাদক: শুভ দাস, সাজু আহমেদ, ইকরাম চৌধুরী, হাসান মাহমুদ, নাইম হোসেন আরজু, সাংগঠনিক সম্পাদক: নাফিউর রহমান শান্ত, দপ্তর সম্পাদক: আল মামুন নোমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক: হাসান মাহমুদ, অর্থ সম্পাদক: রব্বানী ইসলাম রাব্বি

কমিটিতে আরও বিভিন্ন সাংগঠনিক ও বিভাগীয় সম্পাদক মনোনীত হয়েছেন।

এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

কেন্দ্রীয় সংসদ কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। কমিটির অনুমোদন দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান

এই কমিটির নেতৃবৃন্দ সংগঠনের মূলনীতির ভিত্তিতে ছাত্রদের অধিকার রক্ষায় কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

Author

আরও খবর

Sponsered content