ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভূরুঙ্গামারী মহিলা কলেজের আহ্বায়ক কমিটির সভাপতি পরিবর্তন করে নতুন করে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করা হয়েছে। কলেজ সুত্রে জানা গেছে, জুলাই আগষ্ট ছাত্রজনতার বিপ্লবের আগে প্রতিষ্ঠানটির সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার। ৫ আগস্টের পর সভাপতি পরিবর্তন করে বিএনপির জেলা নেতা সাবেক সংসদ সদস্য সাইফুর রহমান রানাকে সভাপতি এবং বিএনপি নেতা ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ হেল বাকী তালুকদারকে বিদ্যুৎসাহী সদস্য হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়। আহ্বায়ক কমিটি গঠনের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেনকে পরিবর্তন করে রমজানুল হক চঞ্চল কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়। নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে কমিটি নির্বাচনী তফশীল ঘোষণা করে। নির্বাচনী তফশীল অনুযায়ী গত ৫ ফ্রেব্রুয়ারী ভোট গ্রহণের কথা থাকলেও আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়।
তবে গত ৯ ফেব্রুয়ারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত একপত্রে আহ্বায়ক কমিটির সভাপতি সাইফুর রহমান রানা ও বিদ্যুৎসাহী সদস্য আবদুল্লাহ হেল বাকী তালুকদারকে অপসারণ করে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য হিসাবে জয়মমিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদকে মনোনয়ন দেয়।
মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হক জানান, সভাপতি পরিবর্তনের চিঠি পেয়েছি। বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরামর্শ করে ঘোষিত নির্বাচন আপাতত বন্ধ ঘোষণা করেছি। পরবর্তীতে সভাপতির পরামর্শ গ্রহণ করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
এব্যাপারে
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান সভাপতি মনোনয়ন সংক্রান্ত একখানাপত্র পেয়েছি।