তৌফিকুর রহমান তাহের -(সুনামগঞ্জ)শাল্লা প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্টের অভিযানে উপজেলার দু’জন ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ। ১০ফেব্রুয়ারি (সোমবার) দুপুর ১২টায় উপজেলা সদর থেকে এই দুই চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, ৩নং বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু। পুলিশের হাতে হাতকড়া পড়া অবস্থায়ও আব্দুস ছাত্তার মিয়া ও বিশ্বজিৎ চৌধুরী নান্টু’র হাসিমুখ দেখা গেছে।
এবিষয়ে শাল্লা থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. শফিকুল ইসলাম বলেন কান্দিগাঁও গ্রামের আব্দুস ছাত্তার মিয়া ও ডুমরা গ্রামের বিশ্বজিৎ চৌধুরী নান্টুকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেফতার করা হয়েছে। একই কথা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা পুলিশ মোহাম্মদ আ.ফ.ম আনোয়ার হোসেন খান।
উল্লেখ্য, আব্দুস ছাত্তার মিয়া শাল্লা উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি দায়িত্ব পালন করছেন। অন্যদিকে বিশ্বজিৎ চৌধুরী নান্টু উপজেলার সাবেক স্বেচ্ছাসেবকলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। দু’জনই আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত থাকায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেফতার হয়েছেন বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।