সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ভুয়া সেনাবাহিনী সদস্য আটক ‌

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৪২:১৪ প্রিন্ট সংস্করণ

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও জেলা :  ঠাকুরগাঁওয়ে সন্দেহ জনক ভেবে মো.জাহিদুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি আনসার বাহিনীর সাবেক সদস্য ছিলেন, তবে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তাকে চাকরিচ্যুত করা হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ২টা থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে ঠাকুরগাঁও জেলা ডাকবাংলো আর্মি ক্যাম্পের (৭ বীর) আরপি গেটের সামনে মধ্যে তাকে সেনাবাহিনীর পিটি ড্রেস পরা অবস্থায় সন্দেহ জনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। জাহিদুলকে, এ সময় সেনাসদস্যরা তার পরিচয় জানতে চাই, কিন্তু তিনি নিজেকে ঢাকা সেনানিবাসের ১০ সিগন্যাল ব্যাটালিয়নের সদস্য হিসেবে পরিচয় দেন, তবে সেনা নম্বর জানতে চাওয়া হলে তিনি শেষ পর্যন্ত স্বীকার করেন,যে তিনি আনসারের সাবেক সদস্য।

পরে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রায়হান মোহাম্মদ শাহরিয়ার তার মোবাইল ফোন পরীক্ষা করেন। সেখানে দেখা যায়, তিনি সেনাবাহিনীর পিটি ড্রেস পরে বিভিন্ন ছবি তুলেছেন এবং কি টিকটকে ভিডিও তৈরি করেছেন।

মোঃ জাহিদুল ইসলামের,বাড়ি পঞ্চগড় জেলার, আটোয়ারি থানার, নলপুকুরি গ্রামে, তার পিতা মোঃ শফিকুল ইসলাম ও মাতার মোছাঃ জুলেখা বেগম।

বিজ্ঞাপন
আনসার বাহিনীর, ঠাকুরগাঁও সদর অফিসার মো. শরিফ মাহমুদের উপস্থিতিতে জাহিদুলকে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ভুয়া সেনা সদস্যকে ঠাকুরগাঁও সেনাবাহিনী আটক করে। পরবর্তীতে তাকে তারা থানায় হস্তান্তর করে। এ সময় সেনাবাহিনীর সাথে এই বিষয়ে আমার কথা হয়েছে।

Author

আরও খবর

Sponsered content