হাসান মাহমুদ : গত ৯ই ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান এর সাক্ষরিত ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।উক্ত কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন পঞ্চগড় জেলার সন্তান তহিদুল ইসলাম তৌহিদ। পঞ্চগড় সদর উপজেলা,সাতমেড়া ইউনিয়ন এর রায়পাড়া গ্রামে তার বাড়ি। সে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন এর একজন সমর্থক ছিল,পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ,পঞ্চগড় জেলা শাখার প্রথম কমিটিতে সে যুগ্ন সদস্য সচিব হিসেবে ছিল।এর পরে ঢাকার আশুলিয়া থানা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ছিল,পরবর্তীতে ২০২৩-২০২৪ কমিটিতে সে ঢাকা জেলা উত্তর, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।বর্তমানে সে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।
তৌহিদ বলেন: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,অন্যায়ের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিল, এবং ছাত্র-ছাত্রীদের যুক্তিক দাবী নিয়ে কাজ করে ছাত্র অধিকার পরিষদ।আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি,আগামীতে মানুষের অধিকার নিয়েই আমরা কাজ করে যাবো,বিশেষ করে দেশের তরুন তথা ছাত্র সমাজের জন্য আমরা কাজ করে যেতে বদ্ধপরিকর। আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ, ইনশাআল্লাহ