সারাদেশ

নড়াইলে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ -০১ জন আটক

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৪৯:৪৭ প্রিন্ট সংস্করণ

মোঃ মাহফুজুর রহমান নড়াইল জেলা প্রতিনিধি :  ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় (২৮) নামে এক যুবককে আটক করেছে নড়াইল জেলা ডিবি পুলিশ। ১০ ফেব্রুয়ারী সোমবার ২০২৫ বিকাল ৩ টার দিকে নড়াইল সদর মালিবাগ মোড় থেকে তাকে আটক করে। সে যশোর জেলার কোতোয়ালি থানার বি বি রোডের মোঃ ইনতাজুল হকের ছেলে। পুলিশ সুত্রে জানা যায় ,, গোপন সংবাদের ভিক্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান ( পি পি এম) এর তত্ত্বাবধানে এস আই মোঃ অহিদুর রহমান , এ এস আই নাহিদ নিয়াজ ও এ এস আই তুহিন আলী সঙ্গেীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর আউড়িয়া ইউনিয়নের সীমাখালী মালিবাগ মোড় আর্মি ক্যাম্পের সামনে লক্ষীপাশা গামী হামদার্দ এক্সপ্রেস পরিবহন হতে হৃদয়কে আটক করে। এ সময় তার কাছে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্ত নড়াইল সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Author

আরও খবর

Sponsered content