রাজনীতি

বীরগঞ্জে কালব’র নির্বাচনে চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, সেক্রেটারি পদে প্রত্যাহার ২

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ১:৪৪:৩৯ প্রিন্ট সংস্করণ

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৫ এর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি, ট্রেজারার ও ডিরেক্টর এর ৫ টি পদে নির্বাচন। প্রতীক বরাদ্দ হয়েছে ১১ ফেব্রুয়ারি, ২২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ এবং মোট ভোটার ১২৭৭ জন। তবে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় মোঃ সফিকুল ইসলাম নির্বাচিত হয়েছে।

 

সেক্রেটারি পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেন ২ জন সেক্রেটারি পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করে। প্রত্যাহারকৃতরা হলেন মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম দুলাল প্রার্থীতা প্রত্যাহার করে দলুয়া উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ছানোয়ার হোসেন (মাছ মার্কা) প্রতীক কে সমর্থন দিয়ে জয় যুক্ত করার ঘোষণা দিয়েছেন। অন্যজন হলেন মোঃ শরিফুল ইসলাম শামীম প্রত্যাহার করে মোঃ মিজানুর রহমান (মই মার্কা) প্রতীক কে সমর্থন দিয়েছেন।

 

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আহাদ আলী মন্ডল বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বীরগঞ্জ কবি নজরুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ ও সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দিতে চাই এবং সকলের সহযোগিতা কামনা করছি।

Author

আরও খবর

Sponsered content