রাজনীতি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ থানা সম্মেলন অনুষ্ঠিত

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:০৭:২৯ প্রিন্ট সংস্করণ

আজাদ হোসেন আওলাদ মিয়া, নীলফামারী জেলা প্রতিনিধিঃ ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বির্নিমাণে ইসলাম-ই কার্যকর পন্থা স্লোগান কে সামনে রেখে নীলফামারী জেলা কিশোরগঞ্জ থানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশর সম্মেলন অনুষ্ঠিত।বাদশা কমিউনিটি সেন্টারে ১২ ফেব্রুয়ারী-২০২৫ বুধবার দুপুর ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ থানা শাখার সভাপতি কামরুল হাসান সোয়েবর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ,
ইলামী যুব আন্দোলন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আবু তালহা,ইসলামি আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখার সভাপতি মৌলভী মোহাম্মদ ইয়াছিন আলী,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মুহাম্মাদ জাকারিয়া হোসেন, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ইঞ্জিয়ার আব্দুল হালিম, সেক্রেটারী মুহাম্মদ মাজহারুল ইসলাম, মুফতি জোবায়ের আহমেদ সহ প্রমুখ।

Author

আরও খবর

Sponsered content