মো: মফিদুল ইসলাম সরকার : আগামি সংসদ নির্বাচনে বিএনপি জামায়াতের বিপক্ষে একশত দলীয় জোটের ব্যানারে অংশ গ্রহণ করার জন্য মহা মহাজোট গঠনের জন্য আলোচনা চলছে।
জোটের প্রধান হিসেবে থাকছেন বাংলাদেশ গণ শান্তি পাটির কেন্দ্রীয় সভাপতি কবি আব্দুল গণি মিয়া এবং পিপলস সোসালিষ্ঠ পার্টি অফ বাংলাদেশ (পিএসপিবি) কেন্দ্রীয় সভাপতি কবি ওয়েহিদুজ্জামান ।
কবি আব্দুল গণি মিয়া এবং কবি ওয়েহিদুজ্জামান একান্ত আলাপচারিত করার সময় বলেন, আমরা কাউকে ফাঁকা মাঠে গোল দিতে দিব না। আগামি নির্বাচন যাতে করে অংশগ্রহণ মূলক নির্বাচন হয় সেই হিসেবে আমরা জোট বদ্ধ হতে যাচ্ছি। আমাদের জোটে মুলত সকল ছোট ছোট দলগুলোই থাকবে। আওয়ামীলীগের সাথে যে সব দল জোট বদ্ধ হয়েছিলেন তাদেরকে আমরা এই জোটে রাখবো না। বিশেষ করে যে সব দল কখনো ক্ষমতায় যেতে পারেন নাই।
তারা বলেন, বর্তমানে অনেকেই ক্ষমতায় যাওয়ার আগেই বিভিন্ন স্থানে চাঁদাবাজী থেকে শুরু করে নানান অপর্কম করছেন।
আমরা চাই বাংলাদেশটি আগামিতে সৎ লোকরাই পরিচালনা করুক। তারা বলেন, আমরা এখন পর্যন্ত প্রায় ষাটটি দলের সাথে কথা সম্পন্ন করেছি। তারা সকলেই আমাদের সাথে জোট বদ্ধ হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবেন। বাকি আরোও চল্লিশটি দলের সাথে আমাদের আলোচনা চলছে। তারা এসময় বলেন বিগত সময়ে মানুষ মুখ দিয়ে কথা বলতে ভয় পাইতেন । এখন আর কথা বলতে , সমালোচনা করতে কোন ভয় পান না।