আমিনুল ইসলাম,স্টাফ রিপোর্টার, : মহান সৃষ্টিকর্তা তার সৃষ্টি উত্তম ও নিপুণতার সাথে করেছেন, কিন্তু তার মধ্যে অন্যতম সুন্দর হল ফুল। যুগে যুগে কালে কালে মানুষ ফুলের সৌন্দর্যে বীমোহিত হয়েছে। আজকে আমাদের এই লেখায়, পবিত্রতা ও সৌন্দর্যের প্রতীক ফুল। এই ফাল্গুনী আগমনে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের শিমুলতলী গ্রামে সূর্যমুখী ফুলের আশা জাগানিয়া চাষ হয়েছে। প্রতিদিনই মানুষের উপচে পড়া ভিড় জমে যাচ্ছে, মানুষের মধ্যে ফাল্গুনী উৎসবের বিরাজ করছে, তাইতো দূর-দূরান্ত থেকে ছুটে আসছে সৌন্দর্য উপভোগ করার জন্য, কথা বলেছিলাম স্থানীয় কৃষক আক্কাস আলী সাহেবর সাথে তিনি জানান প্রতিদিন মানুষের উপচে পড়া বীর জমে যাচ্ছে এই ফুলের সৌন্দর্য দেখার জন্য! দূর দূরান্ত থেকে প্রতিদিনের ছুটে আসছে এই সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ এর জন্য। স্থানীয় কৃষি বিভাগ যদি পৃষ্ঠপোষকতা করেন তবে সূর্যমুখী তেল উৎপাদন করে যেমন দেশের অর্থনৈতিক চাকা লাভবান হবে, তেমনি মানুষের মধ্যে সৌন্দর্যের মন আকর্ষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখবে।