উৎসব অনুৃষ্ঠান

নোয়াখালীতে বার্ষিক এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ১:১৩:১৮ প্রিন্ট সংস্করণ

গিয়াস রনি  ,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর কলেজ মাঠে বৃহস্পতিবার দিনব্যাপী বার্ষিক এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০২৫ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ও সোনাপুর কলেজ পরিচালনা কমিটির সভাপতি ইসমাইল সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো।

সোনাপুর কলেজ আয়োজিত বার্ষিক এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিষ্ঠানটির দুই শতাধিক শিক্ষার্থী। ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা আলাদাভাবে অংশ নিয়ে মেতেছিল নিজেদের ক্রীড়ানৈপুণ্য দেখানোর উৎসবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সোনপুর কলেজের বিদ্যোৎসাহী সদস্য মো.মনজুরুল করিম, সোনাপুর কলেজের অধ্যক্ষ মো.মোয়াজ্জেম হুসাইন, উপাধ্যক্ষ জাফর আহমেদ ভূঁইয়া, নোয়াখালী চেম্বার অফ কমার্সের সভাপতি ফিরোজ আলম মতিন, সোনাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সহিদুল ইসলাম কিরণ, সোনাপুর কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো.ফয়সল এলাহী।

 

Author

আরও খবর

Sponsered content