শান্ত রহমান সুজাত জেলা স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা ৩নং পাইকরাটি ইউনিয়নে ভাটগাও কান্দা থেকে অবৈধভাবে সরকারি জমি থেকে বেকু দিয়ে উত্তোলন করে
মৌলা মিয়া (৪০) পিতা আব্দুল বারেক এবং আপন (২৫) পিতা জিতেন নামে দুই ব্যক্তি ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বেকু সহ দুজনকে জব্দ করে।
মৌলা মেয়া কে দশ দিনের কারাদণ্ড এবং আপনকে পাঁচ দিনের কারাদণ্ড প্রদান করেন।