"প্রাচীর"
অরবিন্দ সরকার
স্বভাব কবি
বহরমপুর,মুর্শিদাবাদ।
ইট মাটি খুঁটি পর্দা,
কাঁটা তারে বেড়া,
সীমানা চিহ্নিত রূপে,
বাসস্থান সেরা,
ঘোমটা বোরখা ঢেকে,
শরমের ঘেরা,
বিশ্লেষণের আড়ালে,
শব্দ চুলচেরা।
সম্পর্ক ফাটল প্রেমে,
গালমন্দে জেরা,
মনের অমিল হ'লে,
মনেপ্রাণে পীড়া,
শরীরের উপাদানে,
রক্তবাহী শিরা,
মূল্যবান দামী বস্তু,
কাঁচ কাটা হীরা।
আগাছা জঙ্গলে বাধা,
পা লটকে ফেরা,
যাতায়াতের বিলম্ব,
পরিধান ছেঁড়া,
সমুদ্র নদী পর্বত,
দণ্ডি রেখা হারা,
নিষ্প্রয়োজন প্রাচীর,
তারা মধ্যি ভাড়া।
চীনা প্রাচীর দুর্ভেদ্য,
শত্রু খায় তাড়া,
কাকের ডাক প্রাচীরে,
অমঙ্গলে ভরা,
প্রাচীরের কান আছে,
ছিদ্র পথে খাড়া,
বাতাসের আনাগোনা,
ফাঁকে মুক্তধারা।