ইকবাল মাহমুদ - জককনইব প্রতিনিধিঃ ১৪ ফেব্রুয়ারি—একদিকে বসন্তের প্রথম দিন, অন্যদিকে ভালোবাসা দিবস। এই দিনকে ঘিরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ক্যাম্পাসজুড়ে উৎসবের আবহ। শিক্ষার্থীরা বর্ণিল পোশাক, ফুলের মালা আর লাল গোলাপে দিনটি উদযাপন করেন। তবে ব্যতিক্রম ছিল সিঙ্গেল শিক্ষার্থীরা। তারা প্রেমবিরোধী স্লোগানে মুখরিত করে ক্যাম্পাস।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সিঙ্গেল সোসাইটি অব জাককানইবি-এর উদ্যোগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি রাতুল হাসান তামিম ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের নেতৃত্বে ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে নজরুল ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
প্রতিবাদী সিঙ্গেল শিক্ষার্থীরা এ সময় ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে প্রেম ও ভালোবাসাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানের মধ্যে ছিল—“একটা একটা মিঙ্গেল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর”; “নজরুল বিশ্ববিদ্যালয়ের মিঙ্গেলরা হুঁশিয়ার সাবধান”; “সিঙ্গেলরা আসছে, রাজপথ কাপছে” এবং “প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না”।
এ প্রসঙ্গে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অভি ফকির বলেন, "ক্যাম্পাসে মিঙ্গেলদের বাড়াবাড়ি সহ্য করা যাচ্ছে না। ভালোবাসা দিবস এলেই তা আরও বেড়ে যায়, যা আমাদের জন্য কষ্টকর। তাই এই প্রতীকী প্রতিবাদ করেছি।"
সিঙ্গেল সোসাইটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, "আজ সুন্দরবন দিবস। আমরা চাই, ক্যাম্পাসকে সুন্দর রাখতে। সন্ধ্যার পর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নোংরা পরিবেশ তৈরি হয়। আমরা এই নোংরা পরিস্থিতি রুখতেই মিছিল করেছি।"
সংগঠনটির উপদেষ্টা সানোয়ার রাব্বি প্রমিস বলেন, "বিশ্ববিদ্যালয়ে অনেক মেয়ে প্রেমের সময় অপ্রতিষ্ঠিত ছেলেদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, কিন্তু বিয়ের সময় প্রতিষ্ঠিতদের বেছে নেয়। এতে হাজারো তরুণ প্রতারিত হচ্ছে। আমাদের আজকের প্রতিবাদ সেই প্রহসনের বিরুদ্ধে।"
এদিকে, সিঙ্গেলদের এই অভিনব বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে মজার উদ্যোগ বলে দেখছেন, কেউবা এতে প্রেমিক-প্রেমিকাদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন।