মোঃ মাহফুজুর রহমান নড়াইল জেলা প্রতিনিধি : দীর্ঘ ১৬ বছর পর নড়াইল জেলা বি এন পির দ্বি-বার্ষিক সন্মেলন কাউন্সিলের ভোটের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৬ ফেব্রুয়ারী ২০২৫ বেলা ১১ টার সময় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বাস জাহাঙ্গীর আলম এর সভা পতিত্বে অনুষ্ঠান শুরু হয়। দ্বিবার্ষিক সন্মেলন অনুষ্ঠান উদ্বোধন করেন বি এন পির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালে বক্তব্য দেন বি এন পির ভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান , বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অন্দিন্দ্য ইসলাম অমিত, সহ- সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। মনিরুল ইসলাম, জুলফিকার আলী মন্ডলসহ জেলা উপজেলা বিভিন্ন নেতা কর্মীরা। প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালে বক্তব্যে তারেক রহমান বলেন , খুনি শেখ হাসিনা পালিয়েছে দেশ ছেড়ে। খুনি হাসিনার সময় দেশে গুম খুন হয়েছে। হাজার হাজার মানুষ খুন হয়েছে। ছাত্র জনতাসহ বিভিন্ন দলের আন্দোলনের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে হাসিনা। এখন দেশ গঠন করতে হবে। অনুষ্ঠান শেষে কাউন্সিল এর ভোটের মধ্যে দিয়ে জেলা বি এন পির দ্বি-বার্ষিক সন্মেলনে নেতৃত্ব নির্বাচিত হয়। ভোটে নড়াইল জেলা বি এন পির সভাপতি নির্বাচিত হন বিশ্বাস জাহাঙ্গীর আলম -৪৫৬ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী ছিলেন জুলফিকার আলী মন্ডল তিনি পেয়েছেন ২৩৮ ভোট। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোঃ মনিরুল ইসলাম, তিনি পেয়েছেন ৪২৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন শাহারিয়ার রিজভী জর্জ তিনি পেয়েছেন ২৩৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন খন্দকার ইজাজুল হাসান বাবু, তিনি পেয়েছেন ২৯৭ ভোট, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন এ্যডঃ মাহাবুব মুর্শেদ জাগল তিনি পেয়েছেন ২৩৮ ভোট, ও মোঃ টিপু সুলতান পেয়েছেন ১২৮ ভোট ।