অর্থনীতি

শুভ উদ্বোধন ভোলায়, বোরহানউদ্দিন অগ্ৰগতী নারী উন্নয়ন সংস্থার উদ্বোধন

  প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ২:৩৬:০৪ প্রিন্ট সংস্করণ

মো: সোহেল,ভোলা জেলা প্রতিনিধিঃ “নারীদের নিয়ে গর্ব দেশ সুন্দর হবে বাংলাদেশ” এ শ্লোগানে ভোলার বোরহানউদ্দিন এ অগ্রগতি নারী উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

ভোলা বোরহানউদ্দিন পৌর ৭ নং ওয়ার্ড এ অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে কেককাটা, আলোচনা সভা দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সংস্থাটির উদ্বোধনী অনুষ্ঠানে করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থা দীর্ঘদিন যাবৎ সমাজে অবহেলা অবশ্যম মানুষের পাশে থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছেন। মানবিক ও সামাজিক কাজে সবসময় সচেষ্ট ছিল এই সংস্থার সদস্যরা।

অগ্রগতি নারী উন্নয়ন সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাত জাহান বনি, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীছ খাঁন শাওন, অফিসার এডমিন এন্ড ফাইনান্স ব্ল্যাক, অগ্ৰগতী নারী উন্নয়ন সংস্থার ইসরাত জাহান সুমাইয়, সহ-সভানেত্রী, সারমিন আক্তার লিমা, সাধারণ সম্পাদিকা, সাহারা আক্তার ইকরা, সহ-সাধারণ সম্পাদিকা, লাবনী বেগম, কোষাধ্যক্ষ, ঝুমুর বেগম,অর্থ বিষয়ক সম্পাদিকা, জান্নাত বেগম, দপ্তর সম্পাদীকা, বর্ষা, প্রচার সম্পাদিকা, সুমাইয়া আক্তার,নিপু আক্তার,সিমা আক্তার নির্বাহী সদস্য,সহ অন্যান্যরা।

আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী ফারজানা আক্তার মিম।

এসময় বক্তারা বলেন, অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থা দেশের অসহায় ও পিছিয়ে পরা নারীদের সাফল্য আনতে কাজ করবে।

Author

আরও খবর

Sponsered content