বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোন

ইবিতে জুলাই পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১:৩৭:২৩ প্রিন্ট সংস্করণ

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইবি শাখা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় অনুষদ ভবন সংলগ্ন বটতলায় এ সভার আয়োজন করা হয়।

এ সময় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আাস্ত্র মজলিসের আমির মাও. মুহাম্মাদ মামুনুল হক, আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম,ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, থিওলজি এ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, সুবক্তা আব্দুল হাই সাইফুল্লাহ, বাংলাদেশ খেলায়েত যুব মজলিসের যুগ্মমহাসচিব মৌলানা আতাউল্লাহ আমিন-সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার সভাপতি সাহেদ আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ইসমাইল হুসাইন রাহাত, জমিয়তে তলাবায়ের সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় বাংলাদেশ খেলায়েত যুব মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনেও বৈষম্য হয়ে থাকে, যেখানে আবু সাঈদ মুগ্ধের নাম যেভাবে উচ্চারিত হয় সেভাবে অন্যদের নাম উচ্চারণ হয় না। বৈষম্যমুক্ত সমাজ গড়তে মানব রচিত আমিন বা বন্দোবস্ত নয় বরং আল্লাহ প্রদত্ত রচিত বিধান বাস্তবায়ন করতে হবে।

ইবিতে জুলাই পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভা

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক বলেন, বিগত ১৬ বছর এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ যেভাবে জুলুম অত্যাচার করেছে তাদেরকে ক্ষমা করে দেয়া হলে আল্লাহ পাক তাদের ক্ষমা করে দিবে না। অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে। সম্প্রতি আয়না ঘরের যে দৃশ্য মাননীয় উপদেষ্টা উন্মোচন করেছে সেই ঘরে আমরা আর ফিরে যেতে চাই না।

উল্লেখ্য: ১৬ বছরের জঞ্জাল একদিনে পরিবর্তন সম্ভব না। ইসলামিক ধারায় ধীরে ধীরে সব পরিবর্তন হবে বলে আশ্বস্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

Author

আরও খবর

Sponsered content