উৎসব অনুৃষ্ঠান

ইবিতে রিসার্চ সোসাইটির উদ্যােগে নবীন বরণ ও গবেষণা কর্মশালা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:২৭:৪৩ প্রিন্ট সংস্করণ

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:“রিসার্চ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন বরণ, গবেষণা কর্মশালা ও ইয়ুথ রিসার্চ লিডারশিপ প্রশিক্ষণ-কর্মশালার আয়োজন করেছে ইবি রিসার্চ সোসাইটি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ড. এম. এ. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর (গ্যালারি) রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।এতে প্রায় দুই শতাধিক নবীন সদস্য অংশগ্রহণ করেন।

এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল হোছাইন, ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের মডারেটর ও ইইই বিভাগের অধ্যাপক ড. মো. খালিদ হোসেন জুয়েল এবং চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান।
এছাড়াও আমন্ত্রিত অতিথি ও প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গবেষণা সংসদ সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাদেক এবং আইআইডি এর রিসার্চ অ্যাসোসিয়েট মুহাম্মদ তানভীরুল ইসলাম সহ সংগঠনটির প্রায় দুই শতাধিক নবীন সদস্যবৃন্দ।

এ সময় সংগঠনটির সভাপতি সানোয়ার হোসেন বলেন, গবেষণার আলোয় আলোকিত সমাজ বিনির্মাণে আমাদের যাত্রা অব্যাহত রয়েছে। নবীনদের উৎসাহিত করা, গবেষণার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের দক্ষতা বিকাশের জন্য আমরা নিয়মিত গবেষণা-কেন্দ্রিক কর্মশালা, সভা ও সেমিনারের আয়োজন করছি। আজকের এই আয়োজনও সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গবেষণা বিষয়ক একটি সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয়ে থাকায় আমরা খুবই আনন্দিত। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে যথাযথ ব্যবস্থা ও ফান্ডিং এর ব্যবস্থা করছি।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, গবেষণা মানুষের চিন্তার দুয়ার করে উন্মুক্ত করে দেয়। তাই প্রত্যেক শিক্ষার্থীকে গবেষণার প্রতি উদ্বুদ্ধ করতে হবে।

উল্লেখ্য: পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর সমবেত জাতীয় সঙ্গীত গাওয়া হয়, সেই সাথে ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Author

আরও খবর

Sponsered content