বাংলাদেশ

নেত্রকোণায় কৃষক সমিতির নতুন কমিটি গঠিত : সভাপতি আনোয়ার,সাধারণ সম্পাদক মোরশেদ

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৪২:২৫ প্রিন্ট সংস্করণ

নেত্রকোণা প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষক সমিতির নেত্রকোণা জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী সিপিবির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে অধ্যক্ষ আনোয়ার হাসানকে সভাপতি,মোরশেদ আলমকে সাধারণ সম্পাদক ও শাফায়েত হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

কমিটিতে আরো রয়েছেন,সহ সভাপতি (১) আলকাছ উদ্দিন মীর,সহ সভাপতি (২) আঃ হান্নান,সহ সভাপতি (৩) স্বপন চৌধুরী,সহ সভাপতি (৪) মাহবুবুর রহমান,সহকারী সাধারণ সম্পাদক (১) রুপক তালুকদার,  সহকারী সাধারণ সম্পাদক (২) এমরান,কোষাধ্যক্ষ আঃ মালেক,দপ্তর সম্পাদক শাহজাহান কবীর। এই কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, মোশতাক আহমেদ,মৃত্যুঞ্জয় তালুকদার,আঃ ওয়াদুদ জজ মিয়া,সাজেদুল ইসলাম সুলতান,জামাল উদ্দিন,নিহার সরকার এবং আবু বক্কর সিদ্দিক নাদিম। নব নির্বাচিত কমিটিতে জেলার ১০ টি উপজেলা কৃষক সমিতির প্রতিনিধি ও পর্যবেক্ষক উপস্থিত ছিলেন। এই কমিটির নেতৃবৃন্দ জানান,কৃষক সমিতি এগিয়ে নিয়ে তারা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবেন। এছাড়া সংগঠনের কার্যক্রম আরো বেগবান করতে নানা কর্মসূচি গ্রহণ করবেন।

এই প্রতিনিধি সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক সমিতির সহকারী সাধারণ সম্পাদক সুকান্ত শফি চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন।

Author

আরও খবর

Sponsered content