উৎসব অনুৃষ্ঠান

সীতাকুণ্ড উপজেলা প্রশাসন উদ্যোগে শিব চতুর্দশী ও দোল পূর্ণিমা মেলা উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৩৪:০৮ প্রিন্ট সংস্করণ

মোঃ-জাহিদুল ইসলাম রুমন,সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মু.ফখরুল ইসলামের সভাপতিত্বে হিন্দু ধর্মাবলম্বীদের ৩দিন ব্যাপি মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসারের আমন্ত্রণে সীতাকুণ্ড উপজেলা জামায়াত এর পক্ষে প্রতিনিধিত্ব করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি উত্তর জেলার শূরা সদস্য সাবেক কমিশনার মু.তাহের।

আরো উপস্থিত ছিলেন উওর জেলা জামায়াতের শুরা সদস্য উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মু.কুতুব উদ্দিন শিবলী।পৌরসভা জামায়াতের আমীর হাফেজ আলী আকবর সহ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন,হিন্দু ধর্মাবলম্বীদের যে ৩দিন ব্যাপি মেলা সেটার ঐতিহ্য রক্ষার্থে সুশৃংখলভাবে সম্পূর্ণ করার জন্য সীতাকুণ্ড উপজেলা জামায়াতের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা এবং সকল ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।

নেতৃবৃন্দ আরো বলেন,জামায়াত ইসলামের সম্মানীত আমীর,দৃষ্টি আকর্ষণ করে বলেছেন,হিন্দুধর্মালম্বীদের পূজা হতে শুরু করে সকল ধরনের আনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তায় জামায়াত কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে,এই ব্যাপারে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়ে জনগনের স্বার্থে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।

Author

আরও খবর

Sponsered content