মোঃ খাদেমুল ইসলাম,পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড় তেতুলিয়ায় উপজেলার শালবাহানে অবস্থিত বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার ১৬ ফেব্রয়ারি সোমবার ১৭ ফেব্রয়ারি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন তিরনই হাট ইউপি বিএনপির সভাপতি মোঃ রাজ্জাক আমান।শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোহবার আলীর পরিচালনায়
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- তেতুলিয়া উপজেলার বিএনপি আহব্বায়ক মোঃ শাহাদৎ হোসেন রঞ্জু, তিরনই হাট ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসাইন, বিএনপির নেতা মোঃ হুমায়ন কবির হিটলার,ও মোঃ আব্দুল সাক্তার - শালবাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর, শিক্ষক হীরেন চন্দ্র রায়, প্রমুখ।
বক্তব্য শেষে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযেগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের
আলোচনা সভা ও পুরুস্কার বিতরন করা হয়েছে ।প্রধান বক্তা বিএনপির আহব্বায়ক মোঃশাহাদৎ হোসেন রঞ্জু
বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।