জহিরুল ইসলাম, মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জনাব মোঃ সোহেল রানা । কমিটিতে সদস্য সচিব উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোঃ আঃ মালেক ।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট শিক্ষা বোর্ড বিদ্যালয় শাখার সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম এই কমিটির অনুমোদন দেন।
সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত জনাব মো. তাজুল ইসলাম শিক্ষক সদস্য ও মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত জনাব মো. মানিক মিয়াকে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য যে মহিষখলা উচ্চ বিদ্যালয় ১৯৯১ সালে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে পাল্লা দিয়ে শিক্ষা দীক্ষায় সাফল্য অর্জন করছে।
এডহক কমিটির সভাপতি জনাব মোঃ সোহেল রানা বলেন, আমাকে উক্ত প্রতিষ্ঠানে সভাপতি হিসেবে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি । আগামী দিনে যথাযথভাবে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের শিক্ষা দীক্ষায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।