সারাদেশ

মেহেরপুরে মাদক বিক্রিতে নিষেধ করায় সাংবাদিকের উপর হামলা

  প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ২:২৬:১৮ প্রিন্ট সংস্করণ

আহত সাংবাদিক।

আহত সাংবাদিক।

মাজিদ আল মামুন,মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মাদক বিক্রিতে নিষেধ করায় দৈনিক পূর্ব দিগন্তের মেহেরপুর প্রতিনিধি মাহাবুল ইসলামের উপর হামলা চালিয়ে আহত করেছে সিপন নামের এক মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি), দুপুরের দিকে ঘটনায় গাংনী থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন সাংবাদিক মাহাবুল ইসলাম।

লিখিত অভিযোগের কপি

সোমবার (১৭ ফেব্রুয়ারি), সন্ধা ৬ টার দিকে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আজান গ্রামের পুকুরপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, আজান গ্রামের শরিফুল ইসলামের ছেলে সিপন দীর্ঘদিন ধরে সাংবাদিক মাহাবুলের বসতবাড়ির আশেপাশে মাদক সেবন ও বিক্রি করে আসছে। বেশ কয়েকবার মাদক বিক্রিতে নিষেধ করা হলেও সিপন দেদারসে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন সন্ধা ঘনিয়ে আসলেই শুরু হয় তার গাঁজা বিক্রি। যা সেবন করে এলাকার তরুণ যুবকদের অনেকেই নেশাগ্রস্ত হয়ে পড়েছে। এহেন অবস্থায় এলাকার তরুণ যুবকদের মাদকের নেশা থেকে বাঁচাতে ও তাদের মা-বাবার কস্টার্জিত অর্থ অপচয় রোধকল্পে সিপনকে গাঁজা বিক্রিতে নিষেধ করা হয়। প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধায়ও সিপন গাঁজা সেবন করে তা বিক্রি করছিল। এসময় সাংবাদিক মাহাবুল তাকে মাদক বিক্রি করতে নিষেধ করলে তিনার উপর চড়াও হয় মাদক ব্যবসায়ী সিপন। শুরু হয় এক প্রকার বাকবিতন্ডা। এক পর্যায়ে মাদকাসক্ত সিপন চায়ের দোকানের কাঁচের কাপ দিয়ে সাংবাদিক মাহাবুলের মাথায় আঘাত করতে থাকে এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।

এসময় স্থানীয়রা ছুটে এসে সিপনের হাত থেকে মাহাবুলকে উদ্ধার করে আহত অবস্থায় তিনাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সাংবাদিক মাহাবুলের মাথায় প্রচন্ড আঘাতে কয়েকটি স্থানে ক্ষতবিক্ষত হয়। তিনার কানেও ৪ টি সেলাই হয়েছে বলে জানা যায়।
মাদক বিক্রিতে নিষেধ করায় সাংবাদিকের উপর হামলার নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক মহল। প্রশাসন যেখানে মাদক নির্মূলে কাজ করছে, সেখানে মাদক বিক্রিতে নিষেধ করায় হামলার ঘটনায় মাদক ব্যবসায়ী সিপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানিয়েছেন তিনারা।
বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তিনারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিষয়টি নিয়ে সাংবাদিক মাহাবুলের সাথে কথা হলে তিনি মাদক বিক্রেতা সিপনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। তিনি আরও জানান, সিপন এখন অবধি নানাভাবে তিনাকে মেরে ফেলাসহ নানা হুমকি ধামকী অব্যাহত রেখেছে। বিষয়টি নিয়ে তিনি গাংনী থানায় মাদক বিক্রেতা সিপনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন বলেও জানান।

 

Author

আরও খবর

Sponsered content