তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদে বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এবং UN DP এর সহযোগিতায় গ্রাম আদালত বিষয়ক 'কমিউনিটি মত বিনিময় সভা' এবং 'ভিডিও প্রদর্শনী' কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হল রুমে দিনব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন করেন রাখালগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইলিয়াস খান।
বাগেরহাট সদর উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মনিরুল হক সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা গ্রাম আদালত ব্যবস্থাপক তৌফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউপি সচিব সরোয়ার হোসেন, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক শেখ সেলিম উদ্দিন, খান গোলজার হোসেন, রাখালগাছি ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি মোঃ আরিফ শেখ'সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, ব্যবসায়ী, সমাজ সেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মশালায় বাগেরহাট সদর উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মনিরুল হক সরদার গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং ভিডিও প্রদর্শনীতে নাটিকার মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক প্রক্রিয়া তুলে ধরেন।