বিশ্ব

অগ্রযাত্রা’র সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিষয়ে মার্কিন গণমাধ্যম সংস্থার উদ্বেগ প্রকাশ

  প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:২৬:৩০ প্রিন্ট সংস্করণ

রিপোর্ট: নিজস্ব প্রতিবেদকঃ অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রার ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসানসহ আরো ৩ সাংবাদিকের বিরুদ্ধে হওয়া মিথ্যা মানহানি মামলাকে গনমাধ্যমের কন্ঠ রোধের অপচেষ্টা উল্লেখ করে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম সুরক্ষা সংস্থা সেন্টার ফর প্রটেক্ট জার্নালিস্ট। গত ১৭ ফেব্রুয়ারী (সোমবার) সংস্থাটির নিউ ইয়র্কে অবস্থিত সদর দপ্তর থেকে ওয়েবসাইটে এ বিবৃতি প্রকাশ করা হয়৷ মার্কিন এ গণমাধ্যম সংস্থাটি বিশ্বব্যাপি সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে কাজ করে থাকে।

উল্লেখ্য, ব্যাংক খাতে লুটপাট চালিয়ে দেশ থেকে পালানোর পায়তারা করা কুখ্যাত ঋণখেলাপী ও শ্রমিকদের হয়রানিকারী তফরিদ কটন মিলের এমডি সামিউল ইসলামের দেশ থেকে পালানোর চেষ্টা ও শ্রমিক এবং নারী কর্মীকে হয়রানির তথ্য নিয়ে অগ্রযাত্রায় প্রতিবেদন প্রকাশ করায় বিভিন্ন পাওনাদার ব্যাংক কর্তৃপক্ষ হানা দেয় ঋণখেলাপী সামিউল ইসলামের বিভিন্ন প্রতিষ্ঠানে। তারা সামিউলের বিভিন্ন কারখানাও জব্দ করে। এরই জের ধরে ক্ষুব্ধ হয়ে গণমাধ্যমের কন্ঠরোধের অপচেষ্টায় আদালতকে বিভ্রান্ত করে।

অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা’র ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান ও এসাইনমেন্ট এডিটর কামরুল ইসলাম সহ আরো মোট ৪ সাংবাদিককে আসামী করে গত বছরের নভেম্বরে মানহানি মামলা দায়ের করেন তফরিদ কটন মিলের এমডি কুখ্যাত ঋণখেলাপী শেখ শামিউল ইসলামের স্ত্রী নাজমুন নাহার। তবে মামলা দায়েরের পর প্রায় ৫ মাস পার হয়ে গেলেও অদ্যবধি অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারেনি ঋণখেলাপী ও জনগণের টাকা লুটপাটকারী প্রতিষ্ঠানটি৷ মূলত সংবাদকর্মীদের প্রতিবেদন প্রকাশের জেরে দেশ থেকে পালাতে ব্যর্থ হয়েই ক্ষুব্ধ মনোভাব থেকে সাংবাদিকদের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলা করে নিজেদের অপকর্ম ঢাকতে চাইছে তফরিদ কটন মিল কর্তৃপক্ষ এমনটাই মনে করা হচ্ছে। ওদিকে তফরিদ কটন মিলে চাকরি করে প্রতারিত,নির্যাতিত, ও হয়রানির শিকার হওয়া শতাধিক কর্মকর্তা ও কর্মচারী কুখ্যাত ঋণখেলাপী শেখ সামিউলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ও অভিযোগ করলেও এখনও সুবিচার না পেয়ে শঙ্কায় ভুগছেন৷ এ ব্যাপারে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

Author

আরও খবর

দক্ষিণ সিরিয়ার প্রধান সশস্ত্র গোষ্ঠী ‘আল-লিওয়া আল-থামেন’ স্বপ্রণোদিতভাবে বিলুপ্ত ঘোষণা, অস্ত্র হস্তান্তর করলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে

পবিত্র ঈদ-উল ফিতর, উৎসবের আনন্দে মুখরিত বিশ্ব মুসলিম সম্প্রদায় – বিশেষ প্রতিবেদন, বার্তা বিভাগ ।

শুল্ক উদ্বেগে সোনার দাম দুই সপ্তাহের সর্বোচ্চে, নজর এখন ফেডের সিদ্ধান্তে

ইজরাইলি বাহিনী ফিলিস্তিনের উপর বর্বর হত্যাকাণ্ড চালানোর প্রতিবাদে ঢাকা বায়তুল মোকাররম এ প্রতিবাদ মিছিল,

টেকনাফের কাছে মিয়ানমারের নিয়ন্ত্রণে তীব্র সংঘাত : গুলি আসছে স্থলবন্দরে

ঈদুল আযহার উপলক্ষে দুই বিধায়ক ও বারুইপুর SDPO উপস্থিতে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে প্রশাসনিক বৈঠক

Sponsered content