বাংলাদেশ

জামালপুরে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের কমিটি গঠিত

  প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৩২:০৬ প্রিন্ট সংস্করণ

জামালপুর প্রতিনিধি: প্রথমবারের মত জামালপুরে বেসরকারি বিশ্বিদ্যালয় ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাবেক শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটি ছাত্রদলের কমিটি গঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা তিনটায় ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠিত হয়। সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে মোখলেছুর রহমান রূপক এবং রেজওয়ান আহমেদ শাওন সমান ৩৯ ভোট পান। পরবর্তীতে লটারির মাধ্যমে রেজওযান আহমেদ শাওনকে সভাপতি এবং সর্বোচ্চ ২৮ ভোট প্রাপ্ত তানজিম আহম্মেদ রাকিব কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আব্দুর রহিম রনির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি হাফিজুর রহমান সোহান। এ ছাড়া জেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদল সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

Sponsered content