প্রতিবাদ, বিক্ষোভ

এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

  প্রতিনিধি 20 February 2025 , 1:57:03 প্রিন্ট সংস্করণ

 দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :বাংলাদেশ জামায়াতে ইসলামির সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের কাউতলী মোড় থেকে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দলের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ টেংকের পাড় এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে আয়োজিত সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জামায়াতের শূরা সদস্য নজরুল ইসলাম খাদেম। বক্তব্য দেন- জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোবারক হোসেন আখন্দ, নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, মানবকল্যাণ সম্পাদক জুনায়েদ হাসান, প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, আইটি সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান, জেলা ছাত্র শিবিরের সভাপতি হাসান মাহমুদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীণভাবে ভারতীয় প্রভুত্ববাদ মেনে না নেওয়ায় বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। ক্যাঙ্গারু বিচারব্যবস্থার মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দদের হত্যা ও কারান্তরীন করা হয়েছে। তবে ৫ আগস্টের পর দেশ ফ্যাসিজম মুক্ত হওয়ার পর অনেকেই কারাগার থেকে মুক্তি পেয়েছে। তবে জামায়াতের এই নেতাকে মুক্তি দেওয়া হচ্ছে না। বক্তারা, দ্রুত সময়ের মধ্যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত ও দলীয় নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Author

আরও খবর

Sponsered content