শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
English
ব্রেকিং নিউজ

টাংগাইল মির্জাপুরে আরাফাত রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ২০২৫ উদ্বোধন

Muktakathan News
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭ Time View

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,সাঈদ সোহরাব বলেন যে জাতী গুণীজন ও ক্রীড়াবিদদের সম্মান জানাতে পারেনা, সে জাতি উন্নতি করতে পারেনা। বৃহস্পতিবার সকালে মির্জাপুর মিনি স্টেডিয়ামে বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

 

সাঈদ সোহরাব আরো বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে উন্নয়নের জন্য বিএনপি বিকেএসপি প্রতিষ্ঠা করেছিলেন। সেখান এখন অনকে বরেণ্য খেলোয়ার তৈরী হচ্ছে। তারা দেশের সম্মান উজ্জল করছে। আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া পৃষ্ঠোপোষক। তিনি ক্রিকেট ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার উন্নয়নে কাজ করে গেছেন। তার জীবদ্দশায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক অভাবনীয় উন্নয়ন হয়েছিলো। ছিলোনা কোন দলীয়করণ। ভাল খেলোয়াররা যথাযথ মূল্যায়ন পেয়েছে বলে উল্লেখ করেন তিনি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও খেলার উন্নয়নের কাজ করেছেন। বিএনপি আগামীতে দেশ সেবার কাজে আসার জন্য নির্বাচিত হতে পারলে মির্জাপুরে খেলাধুলার উন্নয়নে আরো ব্যাপক কাজ করা হবে। এই স্টেডিয়ামের ফ্লাটলাইট সংযুক্তকরণসহ আরো স্টেডিয়াম করা হবে। তিনি আরো বলেন, বিগত সরকারের দোসররা দেশের উন্নয়ন থামিয়ে দিয়েছে। তারা চুরি করতে ব্যাস্ত ছিলো।

 

উদ্বোধনী বক্তব্যে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হরয়ত আলী মিয়া বলেন, বিগত স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে ফেলেছে। এ অবস্থা থেকে উত্তরণ করা হবে।
তিনি আরো বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিএনপি’র নানা ধরনের পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন।

 

আরাফাত রহমান কোকো স্মৃতির ক্রিকেট টুর্নামেন্ট টি ২০২৫ মির্জাপুর শাখার সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন দিপু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম মিয়া সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্স,গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম রাসেল,টাঙ্গাইল জেলা জাসাস এর যুগ্ম সম্পাদক গাজী মাসুদ,উপজেলা কৃষক দলের আহব্বায়ক জাহাঙ্গীর মৃধা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শপথ,উপজেলা সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাত্রদলের আরিফুজ্জামান শাহীন,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম,পৌর যুবদলের আহ্বায়ক হামিদুর রহমান লাঠু,পৌর ১নং ওয়ার্ড় বিএনপির সভাপতি শামীম,সাধারন সম্পাদক শহিদুল রহমান শহিদ।

উপজেলা জাসাস এর সাবেক সদস্য সচিব হাসেম রেজা,উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি সাবেক সদস্য আলমগীর হোসেন, আব্দুর কাদের সরকার,
উপজেলা জাসাস এর যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম,
উপজেলা মুক্তিযুদ্ধো প্রজন্ম দলের আহবায়ক রয়েল,যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া,সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, বিভন্ন দলের ম্যানেজার ও কোচ এবং খেলোয়ারগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ৮ দিনব্যাপি এই টুর্নামেন্টে মোট ৮ দল অংশগ্রহন করছে। আগামী ২৫ ফেব্রুয়ারী এই টুর্নামেন্টের পর্দা নামবে। উদ্বোধনী ম্যাচ এ ইচাল যুব উন্নয়ন ক্লাব মির্জাপুর এবং পাথরাইল একাদশ ফ্রেন্ডস ক্লাব দেলদুয়ার প্রতিদন্দিতা করে।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102