জহিরুল ইসলাম, মধ্যনগর(সুনামগঞ্জ), প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর চলমান “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে উপজেলা যুবলীগ নেতা সাইদুর রহমান সোহাগ কে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
সাইদুর রহমান সোহাগ মধ্যনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।বৃহস্পতিবার মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানানো হয় বুধবার রাতে সাইদুর রহমান সোহাগকে মধ্যনগর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
মধ্যনগর থানার পুলিশ সূত্রে জানানো হয়, ২০২৪ সালের ২৭ নভেম্বর দুপরে উপজেলা ছাত্রলীগ আহ্বায়কসহ কয়েকজনের নামে দায়েরকৃত নাশকতার মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে সাইদুর রহমান সোহাগকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও বলা, সাইদুর রহমান সোহাগ ওই মামলায় এজাহারনামীয় আসামি নন, তবে ওই মামলার তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেছে ।