বাবুল রানা মধুপুর টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে পৌর সভার উদ্যোগে হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন পৌর সভার ৫ ও ৬ নং ওয়ার্ডের প্রশাসক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টায় মধুপুর পৌরসভা কার্যালয় থেকে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালেব হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ ছালাম আকন্দ, পৌর বিএনপির সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম ভূইয়া সহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।