তৌফিকুর রহমান তাহের-দিরাই-শাল্লা প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লায় আওয়ামীলীগের দোসরদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ফেব্রুয়ারী) দুপুরে জাতীয়তাবাদী কৃষকদল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে ডাকবাংলোর সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভা বিএনপি নেতা ডাঃওসমান গনির সভাপতিত্বে ও যুবদল নেতা এরশাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মজিদ, কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল, ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুর রহমান, সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন, কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না, ছাত্রদল নেতা রোম্মান আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শেখ হাসিনা ও আওয়ামীলীগ অনিয়ম দুর্নীতি করে দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু তাদের দোসরা এখনও বিভিন্ন জায়গায় বসে আছে। আমরা বিএনপি নিরব এর মানে দুর্বল নয়। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত। অদূর ভবিষ্যতে আপনারা যদি আওয়ামীলীগকে পুনঃস্থাপনের চেষ্টা করেন তাহলে এর দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে। এমনকি বিএনপির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য সতর্ক করেন। বক্তারা আরও বলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুলের নামে যুগান্তর পত্রিকায় নেসারুল হক খোকন যে মিথ্যা ও বানোয়াট রিপোর্ট করেছে তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে যুগান্তরের রিপোর্টার নেসারুল হক খোকনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবী জানান।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ জনতা।।