মোঃ মনির মন্ডল, সাভারঃ সাভারে চলমান ডেভিল হান্ট অপারেশনে গত ২৪ ঘন্টায়, ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো ঢাকা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ও ভাকুর্তা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সহ ১২ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এনিয়ে সাভারে ডেভিল হান্ট অপারেশনে এখন পর্যন্ত ১১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল মোঃ শাহীনুর কবির এ কথা জানান।চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার দিবাগত রাতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়ছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
আটককৃত আসামিরা হলেন, ঢাকা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদ রাসেল রয়েছেন। যাকে ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি করতে দেখা গেছে বলে পুলিশ নিশ্চিত করেছেন। এছাড়াও ভাকুর্তা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সাভার থানার যুগ্ন আহবায়ক জালাল হাওলাদার ও ধামসোনা ইউনিয়ন যুবলীগের সদস্য রকি আহমেদ।
সংবাদ সম্মেলনের বলন, আটককৃরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের করা বিভিন্ন মামলার আসামী। এছাড়া তাদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়ার শান্ত পরিস্থিতি অশান্ত করা এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসেবে নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।
ডেভিল হান্ট অপারেশন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।