উৎসব অনুৃষ্ঠান

চান্দিনায় বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

  প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:২৯:৩৭ প্রিন্ট সংস্করণ

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলায় চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের প্রানকেন্দ্রে অবস্থিত বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ে আজ ২১ শে ফেব্রুয়ারী রোজ শুক্রবার মহান জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষার্থীরা নানা রঙের আলপনায় মাধ্যমে ফুটিয়ে তুলেছে ভাষা আন্দোলনের স্মৃতি,একুশের প্রতীক চিত্র ও শহীদদের নাম সহ প্রতীকী চিত্র। তারা নিজেদের সৃজনশীলতার মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনাকে সবার সামনে তুলে ধরছে। এই ধরনের কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে নিজেদের সংস্কৃতির প্রতি আরও বেশি অনুপ্রাণিত করবে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন,কোরআন তেলোয়াত,গীতা পাঠের পর দিবসটি ক্রমানুসারে পরিচালিত হয়।
বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের ও সিনিয়র সহকারী শিক্ষক-মোঃ আনোয়ার হোসেন অনুষ্ঠানটি পরিচালনা করেন।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জন্য বক্তব্য দেন-বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক বাবু তপন চন্দ্র দেবনাথ ও সহকারী প্রধান শিক্ষক জনাব কাজী মাসুদ আবদুল কাদের।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সালাম, মোসাঃ নাসিমা আক্তার, মোসাঃ মনোয়ারা বেগম, নিলুফা আক্তার, জীবন কৃষ্ণ দাস, রেজাউল করিম খান, সরকারি শিক্ষক মোকসুদুর রহমান, তুষার কান্তি দেবনাথ, মোঃ মিজানুর রহমান, প্রণয় বিশ্বাস, নয়ন কান্তি পাল, সুমি সাহা, অফিস সহকারি নিলুফা জেসমিন, অফিস সহায়ক মোঃ শাহজালাল, পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ হাছান।

বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের (এসএসসি ১৯৯৭-২০২৪ ব্যাচ) পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উক্ত অনুষ্ঠানটি- সকল শহীদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাতের পর সমাপ্তি ঘোষণা করা হয়।

Author

আরও খবর

Sponsered content