অল (মুজিবনগর) প্রতিনিধিঃ মেহেরপুর ‘গুড নেইবারস বাংলাদেশ’ মুজিবনগর সিডিপির উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “পরিচ্ছন্ন শহীদ মিনার, মাতৃভাষা ও শহীদদের প্রতি শ্রদ্ধার অঙ্গীকার” শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার হয়েছে। এ কার্যক্রমের মূল উদ্দেশ্য শহীদ দিবসে যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করা এবং শিশু ও কিশোরদের মধ্যে পরিচ্ছন্নতা, পলিথিন বর্জন, বৃক্ষ রোপণ দায়িত্ববোধ গড়ে তোলা। অভিযানটি “Earth and Us Campaign” এর একটি অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাইল্ড কাউন্সিল সদস্য) জুনাইদ, প্রত্যাশা, সাহানাজ, সুমায়া, রামিসা, জেসমিন, হাসনিন,জান্নাতুল,হাফিজ,(ভলেন্টিয়ার সদস্য) হাফিজ,সায়েম,জান্নাতুল, বিপাসা,রিয়া,সুমাইয়া, আয়েশা, সুরাইয়া, রিমা,ইতি উপসহকারি প্রশাসনিক কর্মকর্তা সফিকুল ইসলাম উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর অফিস সহকারি নয়ন তারা নিসাত. উপজেলা সমবয় অফিসার মাহাবুবুল হক সিডিপি ম্যানেজার জিএনবি ( বিপুল রেমা ) প্রোগ্রাম ম্যানেজার , তিনি বলেন একবার ব্যবহার্য প্লাস্টিক পরিত্যাগ করে পৃথিবীকে সবার জন্য নিরাপদ করতে হবে। নিষিদ্ধ পলিথিন আজই বর্জন করতে হবে। গাছ প্রকৃতি প্রদত্ত সুরক্ষা কবচ তাই গাছের পরিমাণ বাড়াতে হবে। বিদেশি প্রজাতির গাছ আর প্রমোট করা যাবে না। এই কর্মসূচি আমাদের সচেতনতা বৃদ্ধির এক উল্লেখযোগ্য পদক্ষেপ। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ আমাদের প্রকৃতি সংরক্ষণের পথকে আরও সুদৃঢ় করবে ও চলমান থাকবে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন জিএনবি , (কো-অপারেটিভ সাপোর্ট অফিসার)মো: রিয়াজ উদ্দিন ( রাসেল শেখ) ইন্টার্ন অফিসার জিএনবি ( টিংকন মন্ডল) সমবায় অফিসার জিএন , (কো-অপারেটিভ সাপোর্ট অফিসার)মো: রিয়াজ উদ্দিন, স্বেচ্ছাসেবক, ছাত্র-ছাত্রী, সিডিসি প্রতিনিধি ও স্থানীয় জনগণ সক্রিয়ভাবে এই অভিযানে অংশগ্রহন করে। উপজেলা জেলা প্রশাসন মেহেরপুর ‘গুড নেইবারস বাংলাদেশ’ মুজিবনগর সিডিপির এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই