উৎসব অনুৃষ্ঠান

শেরপুরে একুশের প্রথম প্রহরে পালিত হলো প্রভাতফেরি

  প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৩৩:০০ প্রিন্ট সংস্করণ

অমিত চক্রবর্তী,নালিতাবাড়ী প্রতিনিধিঃ শেরপুর নালিতাবাড়ী পৌর শহরে সেঁজুতি অঙ্গনে ভাষাপ্রেম ও একুশে’র চেতনায় একুশের প্রথম প্রহরে একুশে পাঠচক্র, সেঁজুতি বিদ্যানিকেতন ও উদীচী শিল্পীগোষ্ঠী নালিতাবাড়ী উপজেলার শাখার আয়োজনে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টায় প্রভাতফেরি পালিত হয়।’ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ‘গান গেয়ে খালি পায়ে প্রভাতফেরি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেঁজুতি অঙ্গনে এসে শেষ হয়।

প্রভাতফেরির শেষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
প্রভাতফেরিতে উপস্থিত ছিলেন সংস্কৃতিমান জয়জিৎ দত্ত শ্যামল,শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী, শিক্ষক শান্তি সাহা,সঙ্গীত শিক্ষক মনি গাঙ্গুলি, গণমাধ্যমকর্মী অমিত চক্রবর্তী, শিক্ষক পুজা,তরুণ সংগঠক ইউসুফ জামিল প্রমুখ।

আরও খবর

Sponsered content