জনপ্রিয় - নিউজ

বীরগঞ্জে কালব এর ১৬তম বার্ষিক নির্বাচনে উৎসব মুখর ভোট অনুষ্ঠিত

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ২:০৭:২২ প্রিন্ট সংস্করণ

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) এর ১৬তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২৫ইং এ ভোটারদের স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ এবং আনন্দ-উৎসবমুখর পরিবেশে ৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টা হতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে বীরগঞ্জ পৌরশহরের কবি নজরুল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ সফিকুল ইসলাম বিজয়ী হন, ভাইস চেয়ারম্যান পদে মোঃ মশিউর রহমান (তালা চাবি) ৬৮০টি ভোট, সেক্রেটারি পদে মোঃ মিজানুর রহমান (মই) ৬৯৬টি ভোট, ডিরেক্টর (১ম) পদে মোঃ জাহাঙ্গীর আলম (বাইসাইকেল) ৬৯৪টি ভোট, ডিরেক্টর (২য়) পদে মোঃ আবু তাহের (ফুটবল) ৫৭৫টি ভোট পেয়ে বিজয়ী হন, তাদের মোট ভোটার সংখ্যা ১২৭৭ টি। এসময় প্রধান অতিথি হিসেবে ফলাফল ঘোষণা দেন দিনাজপুর জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সমবায় কার্যালয় পরিদর্শক ও নির্বাচনী কমিটির সদস্য মোঃ শরীফুল আলম, উপজেলা সমবায় অফিসার ও নির্বাচনী কমিটির সভাপতি মোঃ আহাদ আলী মন্ডল, উপজেলা সমবায় কার্যালয় সহকারী পরিদর্শক ও নির্বাচনী কমিটির সদস্য মোঃ সোহরাব আলী সহ আরও অনেকে।

আরও খবর

Sponsered content

আরও খবর: জনপ্রিয় - নিউজ

দক্ষিণ সুরমায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মো. নুর মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার অছি ক্লোজড!

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সাবেক ভিপি নুর, চান নিয়মিত নির্বাচন

বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকদের পাশে দাড়াঁতে আর্বিভাব হলো সাংবাদিক সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)”

চীনের অর্থায়নে নির্মিত হতে যাওয়া বাংলাদেশে ১০০০ শয্যা বিশিষ্ট তিনটি হাসপাতালের একটি বৃহত্তর কুমিল্লা বা নোয়াখালীতে তৈরি করার দাবি জানিয়েছেন বির্তাকিক, তরুণ সাংবাদিক ও উপস্থাপক কামরুল হাসান

আশুলিয়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৮