দুর্ঘটনা

বোয়ালখালীতে জ্যাকেট ফ্যাক্টরিতে আগুন, ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৩৩:৩৫ প্রিন্ট সংস্করণ

ইসমাইল ইমন চট্টগ্রাম বিভাগীয় প্রধানঃ চট্টগ্রামের পূর্ব কালুরঘাট বোয়ালখালী এলাকায় জ্যাকেট তৈরির কারখানা এভালন গার্মেন্টসে হঠাৎ আগুন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আরাকান সড়কের পূর্ব কালুরঘাটে উৎসুক জনতার ভীড়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। খবর পেয়ে ছুটে আসতে থাকে কারাখানায় কর্মরতদের আত্মীয়-স্বজনরা।

তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
কারখানাটির কোয়ালিটি সুপারভাইজার মো.ইব্রাহিম জানান, কারখানার ৪র্থ তলা থেকে আগুন লেগেছে। কোনো ফ্লোরে লোক নেই। সকলেই নিরাপদে নেমে গেছেন। ৪র্থ তলায় কাপড় রয়েছে। এই কারখানায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন।

ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স চট্টগ্রাম জোনের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আগুন ঘটনার পর পর প্রথমে বোয়ালখালী ও কালুরঘাট ফায়ার সার্ভিস সহ আরও ৪টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কারখানার ৪ তলায় আগুন যেনো অন্য তলায় যেতে না পারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, আগুন লাগার বিষয়ে তদন্তপূর্বক বিস্তারিত জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিস কতৃপক্ষ।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content