সাব্বির হাসান যশোর জেলা প্রতিনিধিঃ হাকোবা গ্রামের যুবসমাজের উদ্যোগে মণিরামপুর ভয়েস স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠিত করে।যুবসমাজ কে মাদক থেকে দুরে রাখতে তাদের এই পরিকল্পনা। প্রথমেই মনিরামপুর ভয়েস স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরা করেন হাকোবা প্রিমিয়ারলীগ (এইসপিএল)২৫২৫ মেঘা ফাইনাল টুনামেন্টের মধ্যে দিয়ে।প্রথমে চার দল নিয়ে যাত্রা শুরু হয়,হাকোবা টাইটার্ন,হাকোবা সুপার কিং, দুরান্ত হাকোবা,হাকোবা নাইট রাইজার।চার দলের মধ্যে ৭টি ক্রিকেট ম্যাছ অনুষ্ঠিত হয়।২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, হাকোবা সুপার কিংস বনাম দুরান্ত হাকোবা,ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি মোস্তাক হোসেন শাকিল,সাবরেজিস্টার মণিরামপুর, যশোর,বিশেষ অতিথি মনিরামপুর একাউন্টিং কোচিং সেন্টার এর পরিচালক মোঃ মুহিবুল্লাহ মুহিব,খেলার জগৎ এর পরিচালক, অরুণ ঘোষ,স্পোর্টস গ্যালারীর পরিচালক সুমন বিশ্বাস, ইন্দ্রনিল ফার্মেসীর পরিচালক, সুদীপ কুমার বিশ্বাস,মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এসএম তাজামূল।সার্বিক সহযোগিতায় এস এম পোল্ট্রি এন্ড ফিস ফিড এর পরিচালক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান। মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক বৃন্দ।সুন্দর ভাবে খেলা উপভোগ করেন অতিথি বৃন্দ ও দর্শক। আনন্দ উৎসবের মধ্যে দিয়ে দুরান্ত হাকোবা ১৬৮ রান ৮ উইকেট হারিয়েও ১০ রানে জয়লাভ করে।হাকোবা সুপার কিংস ১৪৯ রান চার উইকেটে পরাজিত হয়।
প্রিমিয়ারলীগ (এইসপিএল)২০২৫ সেরা ম্যান অফ-দ্যা ম্যাচ,ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট সেরা হয়েছেন দুরান্ত হাকোবা টিমের অধিনায়ক মোঃ জাহিদ হাসান টুকুন। এবিষয়ে জাহিদ হাসান টুকুন বলেন আমরা যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি মণিরামপুর ভয়েস স্পোর্টিং ক্লাবের মাধ্যমে।এমন একটি আয়োজন করার জন্য আমি পরিচালনা কমিটির সকল কে জানায় আন্তরিক কৃতজ্ঞতা। আজ ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।হাকোবা দুরান্ত, বনাম হাকোবা সুপার কিংস সুন্দর ভাবে খেলা হয়েছে। আমরা হাকোবা দুরান্ত ১৬৪ রান করে জয়লাভ করেছি।আমি অধিনায়ক হিসাবে খুব খুশি, তবে আমাদের প্রতিদ্বন্দ্বী হাকোবা সুপার কিংস ও ভালো খেলেছে,হারজিত থাকবে এখানে হারজিত বড়ো কথা না আমরা সবাই বন্ধু বান্ধব, ভাই ব্রাদার সবার জন্য দোয়া ভালোবাসা রহিলো। হাকোবা সুপার কিংস এর অধিনায়ক,মোঃ নাহিদ হোসেন বলেন খেলা মুলতঃ একটি বিনোদন, পাশাপাশি যুবসমাজ খেলাধুলার ভেতরে থাকলে মাদক থেকে দুরে থাকবে যে কারনে আমাদের এই পরিকল্পনা। আমরা পরাজিত হয়েছি এটা বড়ো বিষয় না।খেলায় হারজিত থাকবে,বাট আমরা সবাই খুবই আনন্দিত, সবাই মিলে এতো সুন্দর একটি খেলার আয়োজন করার জন্য।