অভিযান

সুনামগঞ্জের মধ্যনগরে ১৪৪ ধারা জারি

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৫২:২৩ প্রিন্ট সংস্করণ

মধ্যনগর উপজেলা প্রতিনিধিঃ  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আসামি ধরাকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদ মিয়া ও মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনুর লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় বিএনপি ও যুবদলের অস্থায়ী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে মধ্যনগর বাজার সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা বিজ্ঞপ্তি জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। মধ্যনগর উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, অতীব জরুরি ঘোষণা। জনসাধারণের জ্ঞাতার্থে।

মধ্যনগর বাজার ও তার আশপাশের এলাকায় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অদ্য ২১/০২/২০২৫ রাত ১২ টা হতে ১৪৪ ধারা জারি করা হল।
জনসাধারণকে আইন-শৃঙ্খলা রক্ষায় ৫ জন বা তার অধিক লোক নিয়ে সমাবেশ/ মিছিল/ জটলাসহ অস্ত্র প্রদর্শন/ বিস্ফোরক বহন হতে বিরত থাকার অনুরোধ করা হলো। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এই আদেশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content